আক্ষরিক Online মাসিক সাহিত্য পত্রিকার জন্য শর্তাবলি (Terms and Conditions):
1. স্বত্বাধিকার (Copyright):
লেখকের জমাকৃত প্রতিটি লেখার স্বত্ব সম্পূর্ণ ভাবে লেখকের নিজের ।
2. অন্যত্র প্রকাশযোগ্যতা:
লেখাটি যদি পূর্বে অন্যত্র প্রকাশিত হয়ে থাকে, তাহলে সেটি জমা দেওয়ার সময় পত্রিকাকে জানিয়ে দেওয়া বাঞ্ছনীয়। নতুন লেখার ক্ষেত্রে লেখাটি আক্ষরিক এ প্রকাশ হওয়ার এক মাসের মধ্যে অন্যত্র প্রকাশ না করার অনুরোধ রইল।
3. মূল্যবোধ ও ভাষা:
কোনো ধরনের হিংসা, সাম্প্রদায়িকতা, কুরুচিপূর্ণ ভাষা বা বিদ্বেষমূলক বক্তব্যসম্পন্ন লেখা গ্রহণযোগ্য নয়। পত্রিকা এমন লেখা বাতিলের পূর্ণ অধিকার রাখে।
4. সম্পাদনা ও সংক্ষিপ্তকরণ:
পত্রিকার সম্পাদকমণ্ডলী জমাকৃত লেখায় বানান, ভাষা, গঠনগত সামান্য সম্পাদনা করতে পারেন। তবে বিষয়বস্তুর মূল ভাব ক্ষুন্ন করা হবে না।
5. লেখা বাছাইয়ের অধিকার:
জমাকৃত সব লেখা প্রকাশের গ্যারান্টি নেই। সম্পাদকমণ্ডলী তাঁদের নিজস্ব বিবেচনায় উপযুক্ত লেখা নির্বাচন করবেন।
6. সময়সীমা মেনে জমা:
প্রতিটি সংখ্যার জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে লেখা জমা দিতে হবে। দেরিতে জমা পড়া লেখা সেই সংখ্যায় বিবেচিত নাও হতে পারে।
7. প্রকাশের পর পরিবর্তন:
লেখা প্রকাশের পর তা পরিবর্তন, সংশোধন বা মুছিয়ে দেওয়ার আবেদন সম্পাদকের অনুমতি সাপেক্ষে বিবেচনা করা হবে।
8. পারিশ্রমিক:
বর্তমানে লেখকের সম্মানার্থে লেখা ছাপানো হলেও কোনো আর্থিক পারিশ্রমিক প্রদান করা হচ্ছে না। ভবিষ্যতে পত্রিকার পরিস্থিতি অনুযায়ী এই নীতিতে পরিবর্তন হতে পারে।
9. যোগাযোগ ও প্রতিক্রিয়া:
পাঠক ও লেখকের প্রতিক্রিয়া পত্রিকার সামাজিক মাধ্যমে বা ইমেইলের মাধ্যমে শেয়ার করা যেতে পারে (নাম প্রকাশ বা গোপন রাখার সম্মতির ভিত্তিতে)।
10. আইনি বিষয়:
জমাকৃত কোনো লেখা নিয়ে কপিরাইট সংক্রান্ত বিরোধ হলে লেখক তার জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকবেন। পত্রিকা কোনো আইনি দায়িত্ব বহন করবে না।
1. স্বত্বাধিকার (Copyright):
লেখকের জমাকৃত প্রতিটি লেখার স্বত্ব লেখকের নিজের থাকলেও, পত্রিকা সেই লেখাটি অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের অধিকার সংরক্ষণ করে।
2. অন্যত্র প্রকাশযোগ্যতা:
লেখাটি যদি পূর্বে অন্যত্র প্রকাশিত হয়ে থাকে, তাহলে সেটি জমা দেওয়ার সময় অবশ্যই পত্রিকাকে জানাতে হবে। একই লেখা একাধিক স্থানে প্রকাশের অনুমতি নেই, যদি না পত্রিকা থেকে লিখিত অনুমতি নেওয়া হয়।
3. মূল্যবোধ ও ভাষা:
কোনো ধরনের হিংসা, সাম্প্রদায়িকতা, কুরুচিপূর্ণ ভাষা বা বিদ্বেষমূলক বক্তব্যসম্পন্ন লেখা গ্রহণযোগ্য নয়। পত্রিকা এমন লেখা বাতিলের পূর্ণ অধিকার রাখে।
4. সম্পাদনা ও সংক্ষিপ্তকরণ:
পত্রিকার সম্পাদকমণ্ডলী জমাকৃত লেখায় বানান, ভাষা, গঠনগত সামান্য সম্পাদনা করতে পারেন। তবে বিষয়বস্তুর মূল ভাব ক্ষুন্ন করা হবে না।
5. লেখা বাছাইয়ের অধিকার:
জমাকৃত সব লেখা প্রকাশের গ্যারান্টি নেই। সম্পাদকমণ্ডলী তাঁদের নিজস্ব বিবেচনায় উপযুক্ত লেখা নির্বাচন করবেন।
6. সময়সীমা মেনে জমা:
প্রতিটি সংখ্যার জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে লেখা জমা দিতে হবে। দেরিতে জমা পড়া লেখা সেই সংখ্যায় বিবেচিত নাও হতে পারে।
7. প্রকাশের পর পরিবর্তন:
লেখা প্রকাশের পর তা পরিবর্তন, সংশোধন বা মুছিয়ে দেওয়ার আবেদন সম্পাদকের অনুমতি সাপেক্ষে বিবেচনা করা হবে।
8. পরিশ্রমের সম্মান:
বর্তমানে লেখকের সম্মানার্থে লেখা ছাপানো হলেও কোনো আর্থিক পারিশ্রমিক প্রদান করা হচ্ছে না। ভবিষ্যতে পত্রিকার পরিস্থিতি অনুযায়ী এই নীতিতে পরিবর্তন হতে পারে।
9. যোগাযোগ ও প্রতিক্রিয়া:
পাঠক ও লেখকের প্রতিক্রিয়া পত্রিকার সামাজিক মাধ্যমে বা ইমেইলের মাধ্যমে শেয়ার করা যেতে পারে (নাম প্রকাশ বা গোপন রাখার সম্মতির ভিত্তিতে)।
10. আইনি বিষয়:
জমাকৃত কোনো লেখা নিয়ে কপিরাইট সংক্রান্ত বিরোধ হলে লেখক তার জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকবেন। পত্রিকা কোনো আইনি দায়িত্ব বহন করবে না।
Copyright © 2025 আক্ষরিক - All Rights Reserved.
Powered by GoDaddy
We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.